চট্টগ্রামের নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে আকতার মিয়া (২২) ও মো. সাগর (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮শ পিস ইয়াবা ও ৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মইজ্যারটেক থেকে আকতার মিয়া ও একই জায়গা থেকে বেলা ১২ টার দিকে মো. সাগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক(এসআই) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় আকতার মিয়া নামের একজনের কাছ থেকে ১ হাজার ৮শ পিস ইয়াবা ও সাগরের কাছ থেকে ৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।