বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে অভিনব কায়দায় চুরি হওয়া মালামাল ৩৬ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সিএনজি চালক মো.ফারুককে (৪২) নগদ দুই লাখ টাকা, বাকি এক লাখ টাকার ক্রয়কৃত স্বর্ণালংকার ও মোবাইল ট্যাবসহ গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ জুন) ভোরে নগরীর চান্দগাঁও থানার একটি চৌকষ পুলিশ টিম কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. ফারুক কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজারের ১৯ নং ওয়ার্ডের মো.গফুরের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,গত ৩ জুন মোঃ ইমরান হোসেন সাকিব চান্দগাঁও থানায় এসে অভিযোগ করেন, মোঃ ফারুকের সিএনজি করে বায়েজীদ বোস্তামী থানা এলাকায় সাকিব তার মামার বাসা থেকে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন। অভিযোগকারী টাকার ব্যাগটি সিএনজির ড্রাইভারের পাশে থাকা টুল বক্সে রাখে। তখন বিকাল ৪:৩০ টার দিকে চান্দগাঁও থানার অদূর পাড়ার মুখে রাস্তার উপর পৌঁছলে আসামী সিএনজি চালক গাড়ি থামিয়ে নষ্ট হয়ে গেছে বলে সাকিবকে জানায়। গাড়ি ঠিক করার জন্য পার্শ্ববর্তী দোকান থেকে একটি ব্লেড ও একটি ম্যাচ আনার জন্য সাকিবকে বলেন। তখন সাকিব একটি ব্লেড ও একটি ম্যাচ আনার জন্য দোকানে গেলে এ সুযোগে সিএনজি ড্রাইভার আসামি ফারুক টুল বক্সে থাকা নগদ টাকা নিয়ে সিএনজি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তাৎক্ষনিক থানা পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করে। গোপনীয় তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশ টিম জানতে পারেন আসামী মোঃ ফারুক কুমিল্লা জেলা এলাকায় অবস্থান করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ চান্দগাঁও থানার একটি চৌকষ পুলিশ টিম কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে আসামী সিএনজি চালক মো.ফারুককে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা চোরাই যাওয়া নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ট্যাব উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।