চট্টগ্রামে প্রতিনিধিঃ
চট্টগ্রামে করোনা সংক্রমণ লাগামহীন। প্রতিদিন শনাক্ত যে হারে বাড়ছে, তাতে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে বলা যায়। হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জন। গত দুদিনে শনাক্ত রোগীর সংখ্যা ১২২১ জন। প্রতিদিন রোগী শনাক্তে নিত্যনতুন রেকর্ড হচ্ছে। নতুন করে নয় জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত নয়জনের মধ্যে দুজন নগরীর বাসিন্দা, উপজেলার সাতজন। সংক্রমণ হার ও মৃত্যু বাড়ছে। চট্টগ্রামে গত এপ্রিলে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এতো সংখ্যাক রোগী কখনো শনাক্ত হয়নি।
বর্তমানে নগরীর পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের জায়গা নেই।
করোনার সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরতে উদাসীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।
করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জনের। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরীর ৪৪৯ এবং উপজেলার ২১৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে সাতজনের। চট্টগ্রামে এখন পর্যন্ত ৬১ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৪৭ হাজার ৮৩০ জন, উপজেলার ১৩ হাজার ৭৫৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৩১ জন। এর মধ্যে নগরীর ৪৮৪ ও উপজেলার ২৪৭ জন ।
মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ১৮৯০ জনের নমুনা পরীক্ষায় ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে সীতাকুণ্ডে ৪১ জন।
প্রতিবেদনে জানানো হয়েছে করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ১০, সাতকানিয়ার ১, বাঁশখালীর ৯ জন, চন্দনাইশের ২, পটিয়ার ৮ জন, আনোয়ারার ৬ জন, বোয়ালখালীর ১০, রাঙ্গুনিয়ার ১৩ জন, রাউজানের ২০ জন, ফটিকছড়ির ৩২, হাটহাজারীর ২১ জন, সীতাকুণ্ডের ৪১ জন, মিরসরাইয়ের ৩৮ জন ও সন্দ্বীপের ২ জন।
প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯ নমুনায় ৪১ জন শনাক্ত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২১টি নমুনায় শনাক্ত হন ২১৬ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৯টি নমুনায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৮ নমুনায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজে ৮১ নমুনায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪২১ জনের এন্টিজেন টেস্টে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১০৫ নমুনায় ৪৬ জনের করোনা শনাক্তে হয়েছে।
শেভরনে ২৫৫ নমুনায় ৪৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষা করে ১৯ জন ও ইপিক হেলথ কেয়ারে ৩৮ নমুনায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৪ নমুনায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৪ নমুনায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।