বিশেষ প্রতিবেদক::
কারাদণ্ড এড়াতে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আত্মগোপনে গিয়েও রক্ষা হলো না চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের। শুক্রবার (৪ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীর মাহমুদ। গ্রেপ্তার আলতাফ হোসেন (৪০) চকবাজারের ঘাসিয়াপাড়ার মৃত হাজী নুরুল ইসলামের ছেলে।
এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২ জুন গাজীপুর শহরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলতাফকে গ্রেপ্তার করে চকবাজার থানার পুলিশ।
চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীর মাহমুদ বলেন, ‘আলতাফের কাছ থেকে প্রাপ্য টাকা না পেয়ে ভুক্তভোগীরা আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর তিনি পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আত্মগোপনে চলে যান।’
‘গত ৩ বছর ধরে পলাতক ছিলেন আলতাফ। গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন তিনি। তার বিরুদ্ধে চকবাজার থানায় ৮টি সিআর সাজা পরোয়ানা আছে। এছাড়া চান্দগাঁও ও পাহাড়তলী থানায়ও আলতাফের বিরুদ্ধে সাজা পরোয়ানা আছে বলে জানা গেছে।’