বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে থানার সাগরিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আমিনুর রহমান (৬০) নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মেম্বার বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, সিটি বাসের ধাক্কায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনেন তার স্বজনরা। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।