বিশেষ প্রতিবেদক::
চট্টগ্রাম নগরীর ১৮টি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে শতাধিক পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। রোববার (৬ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান বলেন, অভিযানে আকবর শাহ, শাপলা আবাসিক এলাকা, বিশ্বকলোনি, টাইগার পাস, লালখান বাজার মতিঝর্ণা, বাটালি হিল, বায়েজিদসহ বিভিন্ন এলাকার ১৮টি ঝুঁকিপূর্ণ থেকে শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বিভিন্ন পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রোববার (৬ জুন) ২৪ ঘণ্টায় নগরীতে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে আরও দুইদিন মাঝারি ও ভারি বর্ষণেরও পূর্বাভাস আছে।
এ অবস্থায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বিপজ্জনকভাবে বসবাসকারীদের সরাতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলে।
এদিকে সরিয়ে নেয়া ব্যক্তিদের রাখার জন্য ৩০টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে। এর মধ্যে নগরীর ১৯টি ও জেলার মধ্যে ১১টি। সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।