বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর চকবাজারে ইয়াবা বিক্রি করতে নামা ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- নজরুল ইসলাম মানিক (২৬), মিঠুন দাশ প্রকাশ চিকু (৩৫) ও মো. মাহবুব আলম (৩৩)। শুক্রবার (৪ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীর মাহমুদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাতে চক সুপার মার্কেটের নিচতলায় চক ঝাল বিতান নামক দোকানের সামনে অভিযান চালিয়ে ১২০টি ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, মাদক বিক্রির জন্য তারা ঘটনাস্থলে অবস্থান করছিল।’