বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তুলাতলি এলাকায় স্বামীর সাথে অভিমান করে শিরিন আক্তার (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ জুন) ভোরে ওই এলাকার জসিম কলোনির ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। শিরিন আক্তারের স্বামীর স্থায়ী বাড়ি বহদ্দারহাট শাপলা আবাসিক এলাকায় হলেও তারা বাকলিয়ায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্বামী মো. রুবেল বলেন, ‘আমি পেশায় দিনমজুর। কাজ করে ফিরে বুধবার (২ মে) বউয়ের সাথে ঝগড়া হয়। মূলত আমি উল্টাপাল্টা চলি বলে সে ঝগড়া করে। এক পর্যায়ে আমি তার পায়ে একটা লাথি মারি। পরে একসাথে রাতের খাবার খেয়েছিলাম। ভোর ওঠে দেখি সে গলায় ফাঁস দিয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘সকালে বাকলিয়া থেকে হাসপাতালে এক গৃহবধূকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে বলা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।’
অপরদিকে, নগরীর ডবলমুরিংয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে জিহাদী হাসান (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জিহাদী সিঅ্যান্ডএফ এজেন্ট অফিসে কম্পিউটার পদে কাজ করেন। তার বাড়ি যশোরের বনোপোল পোর্ট থানা এলাকায়।
তার সহকর্মী মো. নবীকুল বলেন, সকালেও সে অফিস করেছে। কেন এ ঘটনা ঘটিয়েছে কিছুই বলতে পারছি না। তার রুমমেটদের ফোন পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা চেষ্টা করলে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।