বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সম্রাট (২০) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়। সোমবার (৭ জুন) কর্নেল জোন্স রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ সম্রাট উত্তর কাট্টলী জাকের আলী সাওদাগর বাড়ির মৃত শাহ আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) মো. জহির হোসেন।
পুলিশ জানায়, রোববার (৬ জুন) রাত অনুমান সাড়ে তিনটার দিকে মোঃ খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি অফিসের কাজে ঢাকা যাওয়ার জন্য সিডিএ ১ নাম্বার রোডের বাসা হতে আকবরশাহ্ থানার একেখান ইউনিক বাস কাউন্টারে রিক্সা যোগে যাচ্ছিলেন। ওই সময় ডিটি রোডের পূর্ব পার্শ্বে নিউ মনসুরাবাদ কর্নেলহাট মদিনা মার্কেটের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা বাদীর রিক্সা গতিরোধ করে তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আসামীরা ভুক্তভোগী খাইরুল ইসলাম সাথে থাকা ব্যাগ নিতে জোর জবরদস্তি করে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে এ ঘটনায় আকবরশাহ থানায় মামলায় দায়ের করেন ছিনতাইয়ের শিকার খাইরুল ইসলাম। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আসমীকে শনাক্ত করে অভিযান চালিয়ে ছিনতাইকারী সম্রাটকে গ্রেপ্তার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, মামলার পর কর্নেল জোন্স রোডে অভিযান চালিয়ে আসামী সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে লুন্ঠিত মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি স্টিলের ফোল্ডিং টিপ ছুরি উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।