বিশেষ প্রতিবেদকঃ
বাড়িতে পানির মোটর চালু করতে গিয়ে চট্টগ্রাম নগরীর বিবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেল পৌনে ৫টার দিকে দাম্মো পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফাহিম ওই এলাকার জাহাঙ্গীর সরদার বাড়ির মো. মুজিবুর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে পানির মোটর চালু করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। পরে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে নেওয়া হয়।