চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঁচতলা থেকে ‘পড়ে’ অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ২০ বছর।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, প্রত্যক্ষদর্শী থেকে বিষয়টি জেনে হাসপাতালের পাশের একটি ড্রেন থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তিনি রোগী না বাইরে থেকে এসেছেন তা বলতে পারেনি পুলিশ।