আজগর আলী সেলিম, চন্দনাইশ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) ২০২২ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
উক্ত খেলায় দোহাজারী পৌরসভা একাদশ ১-০ গোলে বরকল ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আজ বুধবার (১ জুন) চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল স্কুল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন আক্তার, চন্দনাইশ উপজেলা কমিশনার(ভূমি) গালিব চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কায়সার উদ্দিন, হাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, এ ছাড়াও দোহাজারী সাবেক জাতীয় ফুটবলার দুই সহোদর আসকর খাঁন বাবু ও শওকত খান প্রমুখ।