বার্সেলোনার হয়ে লিওনেল মেসির শেষ সংবাদ সম্মেলন চলছে। এর মাধ্যমেই প্রিয় ক্লাবটির সঙ্গে ২১ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি হয়ে যাচ্ছে মেসির। তার পরবর্তী গন্তব্য ফরাসি ক্লাব পিএসজি। সংবাদ সম্মেলনে প্রশ্নে কোনো বিধি-নিষেধ রাখেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কেঁদে ফেলেন। কোনোভাবেই তিনি চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। কান্নার দমকে কথাও বলতে পারছিলেন না ৩৪ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়ক।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘১৩ বছর বয়সে এখানে এসেছিলাম আমি। আজ ২১ বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান-আর্জেন্টাইন সন্তান। ক্লাবটার হয়ে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি ভেবেছিলাম সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, সব বিষয়ে সম্মতি হয়ে গেছে। এরপর একেবারে শেষ মুহূর্তে জানা গেল লা লিগার নিয়মের কারণে চুক্তি নবায়নকে আনুষ্ঠানিক করা সম্ভব হচ্ছে না। এটাই হয়েছে।’
মেসি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এই ক্লাবটা, এই জায়গাটা ছেড়ে যাচ্ছি। আমার জীবন পুরো বদলে যাচ্ছে। এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। এটা অনেক বড় পরিবর্তন। আমার পরিবারের জন্যও এই শহর ছেড়ে যাওয়া কঠিন হবে। তবে আমরা হয়তো স্বাভাবিক হয়ে যাব। কঠিন চ্যালেঞ্জ এটা। তবে মানতেই হবে যে, নতুন করে শুরু করতে হবে। আমি এখানে থাকতে চেয়েছিলাম। সেটাই পরিকল্পনা ছিল। কিন্তু আজ সবকিছু ছেড়ে যেতে হচ্ছে।’