কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জরুরী ভিত্তিতে রাষ্ট্রপতি কর্তৃক ভিসি নিয়োগ।
ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, করোনা মহামরিতে অনলাইনে পরীক্ষা ও ছয় মাসের সেমিস্টার ছয় মাসে শেষ করা, সেমিস্টার ফি ৩০%-৫০% মওকুফ এবং দক্ষ শিক্ষক দারা পাঠ দানের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেন।
সোমবার (২১ জুন ) বেলা ১১টায় ভার্সিটির সামনের সড়কে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল অনুষদের শিক্ষার্থীরা।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট ফোরামের’ নেতৃত্বে সমাবেশে বক্তারা ভার্সিটির বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন, করোনায় আর্থিক সংকটে শিক্ষার্থীরা সেমিস্টার ফি দিতে পারছেন না এমনঅবস্থায় সেমিস্টার ফি ৩০% মওকুফ ও জরুরী ভিক্তিতে রাষ্ট্রপতি কর্তৃক ভিসি নিয়োগ এবং ভার্সিটির কোন স্থায়ী ক্যাম্পাস না থাকায় , দ্রুত স্থায়ী ক্যাম্পাস স্থাপন করতে হবে। অনলাইনে ক্লাস করে অফলাইনে পরীক্ষা কোন ভাবে কাম্য নয়। করোনা মহামারির কথা চিন্তা করে অনলাইনে পরিক্ষা নিতে হবে। ছয় মাসের সেমিস্টার তাড়াহুড়ো করে তিন মাসে শেষ করা যাবেনা ছয় মাসেই শেষ করতে হবে। শিক্ষা ব্যবসস্থা উন্নত করে দক্ষ শিক্ষক দ্বারা পাঠদানসহ তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী প্রিন্স, আরিফ সাঈদ, মনির, শাহেদ, নুজহাতসহ অন্যান্যরা।