নিজস্ব প্রতিবেদকঃ
সমাজে কিছু চিহ্নিত সমাজপতি যারা সমাজকে গড়ার চাইতে ভাঙ্গার কাজে দিনের পর দিন নিম্নবিত্ত মানুষদেরকে চুষে খাচ্ছে।
কক্সবাজার সদরের ঝিলংজা ৫ নম্বর ওয়ার্ড চান্দেরপাড়ার মরহুম মীর আহমদে পুত্র গুরা মিয়া (১৬) কে একই এলাকার শামসুল হুদা ছিদ্দিকী পুত্র কিশোর গ্যাং লিডার ছোটনের নেতৃত্বে অস্ত্র সজ্জিত একদল সন্ত্রাসী গত (১৩ আগস্ট) রাতে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে সারারাত অমানবিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করেছে।
এতিম আহত গুরা মিয়ার মা জানান
আমার ছেলে নিরপরাধ রাতের আধারে কিশোর গ্যাং লিডার ছোটনের নেতৃত্বে সাহাবুল হুদা ছিদ্দিকী, রেদওয়ানুল হক ছিদ্দিকীসহ অজ্ঞাত নামা ৭/৮ জন আমার বাড়ি থেকে রাতের আধারে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং সারারাত সন্ত্রাসীরা নির্যাতন চালিয়েছে।
এলাকার সচেতন মহল আমার ছেলেকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গুরুতর আহত গুরা মিয়ার বড় ভাই তারেক জানান, আমার ছোট ভাই সাদেক প্রকাশ গুরা মিয়া কোন ধরনের প্রমাণ বা সাক্ষী ছাড়া শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে আমার ভাইয়ের উপর পাষবিক নির্যাতন চালায় এসব হিংস্র নরপশুরা।
আমার ভাই আজ থেকে দুই তিন মাস ধরে তাদের অমানবিক নির্যাতনের কারণে এলাকায় থাকে না, আজ আমরা এতিম, বাবা নেই বলে, আমার ভাই ১৬ বছরের কিশোর ভাই এভাবেই কি মার খেয়ে যাবে আমার নিরপরাধ ১৬ বছরের কিশোর ভাইটি আজকে যদি আপনাদের কারো ভাইকে এভাবে বিনা কারণে নৃশংসভাবে মারা হতো,বৈদ্যুতিক শক দেয়া হত,নখের ভিতর সুই ডুকিয়ে দেয়া হত, গোপন অঙ্গে বাটাম দেয়া হত এবং মারার পর ফেঁটে যাওয়া শরিরে মরিচের গুড়া দিয়ে তার উপর আবার তার দিয়ে মারা হতো তাহলে কি আপনারা চুপ করে থাকতে পারতেন।
দেশে কি আইন নেই? শামশু মাস্টারের ছেলেরা যদি সব করতে পারে, যাকে তাকে বিনা কারণে মারতে পারে তাহলে দেশের আইনের কি দরকার, বিচার বিভাগের কি দরকার? পুলিশ প্রশাসনের কি দরকার? মেম্বার,চেয়ারম্যানদের কি হাল চাষ করার জন্য বানানো হয়েছে
এসব কথা দুঃখ করে বলেন তিনি।
তিনি আরো বলেন,
এলাকায় ত্রাস সৃষ্টির জন্য গড়ে তোলে এক কিশোর গ্যাং যেটার নেতৃত্ব দেয় সে এবং ব্যাকআপে থাকে তার বড় দুই ভাই। আজ তারা তাদের ক্ষমতা দেখানোর জন্য আমার ভাইকে এভাবে নির্যাতন করলো।
সর্বশেষ আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম এভাবে কি কাউকে মারা যায়? আমি ককসবাজারের সকল সাংবাদিকদের বলতে চাই আপনারা আমার নিরিহ ভাইয়ের পাশে দাঁড়ান। ন্যায় বিচার পেতে আমাদেরকে সাহায্য করুণ।
আমার ভাই হত্যাচেষ্টার বিচার চাই।
এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান আহতের ভাই সালামত উল্লাহ।
স্থানীয় মেম্বার ফজলুল করিম বলেন, এলাকায় চোরির সন্দেহে গুরা মিয়াকে গুরুতর আহত করেছে শুনেছি, তবে আমি বিষয়টি দেখতেছি।