কনক বড়ুয়াঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৫ হাজার ১০০ পিছ ইয়াবাসহ মােঃ রাসেল (২০) নামের ১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক মােঃ রাসেল টেকনাফ সদর পুরান পল্লানপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ পৌরসভার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন কক্সবাজার টেকনাফ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ ১ নং ওয়ার্ড এর উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫ হাজার ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।