বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ৭ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ এক মাদক করবারিকে আটক করেছে র্যাব-১৫। এসময় ১ টি পিকআপ জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন টেকনাফ হ্নীলার দক্ষিণ আলিখালি এলাকার মৃত ফরিদ আলমের ছেলে মােঃ সেলিম ( ২৪ )। তার সহোযোগী চালক মােঃ মাের্শেদ ( ২৮ ) নামের একজন পালিয়ে যায়।
রোববার (৩০ মে) রাত ১২ টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হােয়াইক্যং ইউপিস্থ নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কক্সবাজার – টেকনাফ পাকা রাস্তার উপর চেকপােস্ট স্থাপন করে তল্লাশী অভিযান চালায় র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল। অভিযানে সন্দেহজনক একটি পিকআপ তল্লাশী করে পিকআপের চালকের সিটের নিচ থেকে ৭ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ পিকআপটি জব্দ করা হয়। এসময় একজনকে আটক করা হয় এবং সহযোগী পালিয়ে যায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানান, আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।