কনক বড়ুয়া:
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৬ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মােঃ ইব্রাহিম (১৯) নামক এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
মােঃ ইব্রাহিম টেকনাফ হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার সামসু আলমের ছেলে।
শনিবার (১৪ আগস্ট) বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার গােপন সংবাদের ভিত্তিতে টেকনাফ- কক্সবাজার রােডের চৌধুরী পাড়া বৌদ্ধ মন্দিরের সামনের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজনকে আটক করে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল। তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো বলেন, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।