কনক বড়ুয়া:
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫। এসময় ১ টি বিদেশী পিস্তল , ১ টি ওয়ানশুটারগান, ২ টি পিস্তলের ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি / কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ হ্নীলা উচামারী এলাকার মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০) ও নুর বশরের ছেলে আবুল বশর (২৯)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হ্নীলা উলুচামারী হামজারছরা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বসতঘরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল।
তিনি আরো জানান, আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।