ইব্রাহীম মাহমুদ,টেকনাফ:
দেশের সাড়া জাগানো ও টেকনাফ উপজেলার “শৈবাল শিল্পী গোষ্ঠী”র ২০২২ইং সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে পরিচালক হেলাল উদ্দীন সাকিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ হোবাইব ও নুরুল কাদের শাহী, অর্থ সম্পাদক ইমরান খান, সহকারী মোঃ শাহীন। অফিস সম্পাদক হাফেজ রিয়াজ উদ্দিন, সহকারি মুহিম উদ্দিন। তেলাওয়াত বিভাগের পরিচালক আরফাত শাহ বিন মোস্তফা, সহকারী কামরুল হাসান। সংগীত পরিচালক সাইফুল ইসলাম জিহাদ। মিডিয়া সম্পাদক ফরহাদুল ইসলাম রিয়াজ, সহকারী শাহেদুল ইসলাম সিকদার। শিশু বিভাগের পরিচালক মো ইরফাত, সহকারী হাফেজ কামরুল ইসলাম।
শৈবাল শিল্পীগোষ্ঠীর পরিচালক হেলাল উদ্দিন সাকিব বলেন, “অপসংস্কৃতি অগ্রাসরে হারিয়েছি যে তীর, সুস্থ সংস্কৃতিতে চর এগিয়ে নিয়ে যাব সুনিবিড়” এই স্লোগানকে সামনে রেখে, আমাদের যাত্রা চলবে ইনশাআল্লাহ। দেশিয় সংস্কৃতির শুদ্ধ চর্চা ও নান্দনিক বিকাশ,নৈতিক উন্নয়ন এবং বিনোদনের মাধ্যমে দেশবযাপী শুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেয়ার লক্ষে আর তারই আলোকে জীবন গঠনের জন্য শৈবাল শিল্পীগোষ্ঠীর লক্ষ উদ্দেশ্য।