কনক বড়ুয়াঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম ( ৩৫ ) নামের একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক আবুল কালাম উখিয়া হলদিয়া পালং খেওয়াছড়ি এলাকার ফরিদুল আলমের ছেলে।
রোববার (১৩ জুন) বিকেল ৫টার দিকে টেকনাফ পৌরসভাস্থ আলিয়াবাদ এলাকাস্থ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গােপন সংবাদের ভিত্তিতে উপরে উল্লেখিত স্থানে ইয়াবা ক্রয় – বিক্রয়ের খবর পেলে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।