বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদক কারবারি পালিয়ে গেলে ৭জন কে পলাতক আসামী করে মামলা রুজু করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) গভীর রাতে টেকনাফ উপকূল ইউনিয়ন বাহাড়ছড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, জানান গত ১৫জুলাই রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান নামে। টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ কচ্চপিয়া ওশান ওয়াচ নামক লেবু বাগানের উত্তর রোডের উপরে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চৌকস টিম উক্তস্থানে অভিযানে গেলে মাদককারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ উক্তস্থানে তল্লাশি করে ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এঘটনায় জড়িত ৭জন পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।