কনক বড়ুয়াঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৪৫ টি বিয়ার ক্যানসহ শামশুল আলম (৪১) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫।
আটক শামশুল আলম টেকনাফ বাহারছড়া উত্তর শীল খালী এলাকার মােহাম্মদ মিয়ার ছেলে।
রোববার (১৩ জুন) রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফের হােয়াইক্যং বন বিট কর্মকর্তার কার্যালয়ের সামনে হােয়াইক্যং বাজার শামলাপুর গামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
র্যাব -১৫ সূত্রে জানা যায়, রোববার (১৩ জুন) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে মাদকদ্রব্য ক্রয় – বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করে র্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল। পরে তার সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে সর্বমােট ৪৫ টি বিদেশী বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।