বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে পলাতক আসামি করে মামলা রুজু করা হয়েছে।
রোববার (১৮ জুলাই) টেকনাফ সাবরাং মেরিন ড্রাইভ সংলগ্ন জিরো পয়েন্টের সমুদ্রের পাড়ে এ অভিযান চালানো হয়।
এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, রোববার (১৮ জুলাই) দুপুরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে সাবরাং মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট ট্যুরিজম পার্ক সংলগ্ন মো. ইউনুছের চায়ের দোকানের বিপরীত পাশে সমুদ্রের পাড়ে তল্লাশি করে ৭০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত এক মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী করে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।