কনক বড়ুয়াঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৭ হাজার ৭৫০ পিছ ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫।
আটককৃতরা হলেন টেকনাফ হ্নীলা রঙ্গিখালী এলাকার জাকির আহম্মদের ছেলে মোহাম্মদ আল মামুন (২৫), হ্নীলা পূর্ব ফুলের ডেইল এলাকার মোঃ সালেহর ছেলে মোঃ পারভেজ।
শনিবার (১২ জুন) টেকনাফ হােয়াইক্যংয়ের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানায়, শনিবার (১২ জুন) বিকেল ৩.৪০ মিনিটের দিকে গােপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হােয়াইক্যং নয়াপাড়াস্থ মুনাফ মেম্বারের রাইচ মিলস এর সামনে ইয়াবা ক্রয় – বিক্রয়ের সংবাদে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৭ হাজার ৭৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।