অনলাইন ডেস্কঃ
কুমিল্লার লাকসামে টিকটক ভিডিও বানাতে ট্রেনের ছাদে উঠে বন্ধুদের সঙ্গে নাচানাচি করার সময় ছিটকে পড়ে এক কিশোর। এতে ওই কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে ছয় টুকরো হয়ে যায়। সোমবার বেলা সাড়ে ১১টায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের চাঁদপুর রেলগট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। নিহত মেহেদী হাসান (১৫) ফেনী সদর দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে ফেনী থেকে কুমিল্লার লাকসামের নানার বাড়িতে বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছিল মেহেদী। সোমবার বেলা সাড়ে ১১টায় লাকসামের চাঁদপুর রেলগেট এলাকায় ট্রেনটি আসলে ট্রেনের ছাদে বন্ধুদের সঙ্গে নাচতে ছিল ওই কিশোর। এ সময় ডিশ লাইনের তারে পেঁচিয়ে ও হাত ফসকে ট্রেনের নিচে পড়ে খণ্ড খণ্ড হয়ে যায় তার দেহ।
থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোর নিহত হয়েছেন। ট্রেনে কাটা পড়ে তার শরীর ছয় টুকরো হয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই কিশোর বন্ধুদের সঙ্গে ফেনী থেকে চাঁদপুর রেলপথে চিতোষী রেল স্টেশন নেমে এরপর লাকসামের শ্রীয়াংয়ে তাঁর নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিলেন। টিকটক ভিডিও বানাতে তারা ট্রেনের ছাদে উঠেছিলো বলে জানান তিনি।