সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(৩১মে ২২) সকাল সাড়ে নয়টায় মাদ্রাসার অফিস কক্ষে মাদ্রাসার পরিচালক
হাফেজ মাওলানা মো.জালাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সদস্য আকতার কামাল,দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিক উল্লাহ,আল-মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ ও এতিমখানার সিনিয়র শিক্ষক মাওলানা মঈনুল ইসলাম,মাওলানা জাফর আলম ও দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক সাহেদুল বাশার প্রমুখ। পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন ফারুকী বলেন, ছাত্রীরা মাদ্রাসায় আসার সময় ইভটিজিং ও শ্লীলতাহানীর মত কোন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ মাদ্রাসায় জানার জন্য বলেন,যাতে তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করতে পারে। এছাড়াও উক্ত সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।
এছাড়াও সকাল ১১.০০টায় আসন্ন দাখিল পরীক্ষার্থীদের কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনের পাশাপাশি শিক্ষক ও ম্যাডামদের জন্য বিভিন্ন ধরণের পিঠা বানিয়ে এনে পরিবেশন করেন যা প্রশংসার দাবি রাখে। যদি পড়ালেখার পাশাপাশি যেকোন ধরণের বিনোদনমূলক আয়োজন করে প্রতিষ্ঠান,তাহলে শিক্ষার্থীরা বর্তমানের মোবাইলের আসক্তি থেকে পরিত্রাণ পাবে।