দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬৯ লাখ ৮০ হাজার ৮০২ ডোজ টিকা মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৮০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ হাজার ৪০২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৬৩৬ ডোজ।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ১৪১ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫৫ জন। আর এখন পর্যন্ত দেয়া হয়েছে ৯৫ হাজার ৩২৭ ডোজ ।
এছাড়া ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ২৮২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৯১ হাজার ৬৩৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৭৯ জন।
মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৯ লাখ ৬৮ হাজার ১১৩ ডোজ । এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ হাজার ৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৭ হাজার ৬১১ জনকে।
এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৬১০ জন।