সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ২নং ওয়ার্ডে অবৈধ পাহাড় কাটার কারণে একজনকে পরিবেশ সংরক্ষণ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে তৎক্ষনাৎ জরিমানা করেছে। অপরদিকে করোনাকালিন নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখার দায়ে এক দোকানিকে জরিমানা করা হয়েছে।
১ আগস্ট রবিবার উপজেলা সদরের ০২নং ওয়ার্ডের পূর্ব বিছামারা এলাকায় দেশীয় যন্ত্রাদি শাবল, কোদাল ইত্যাদি ব্যবহার করে কৃষি জমি ও বসত ভিটা সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী আমলে নেয়া হয় এবং অপরাধী ব্যক্তিকে ৭০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে তৎক্ষণাৎ জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা গ্রহণ করা হয়। উল্লেখ্য,পুলিশ বাহিনীকে সাথে নিয়ে কোর্ট পরিচালনার সময় স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন বলে এই প্রতিনিধিকে জানান।
অপরদিকে, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার জন্য সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ০১ টি মামলায় ০১ মুদি দোকানীকে ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাগুলো সত্যতা নিশ্চিত করেন।