সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি :
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন বেগম সালমা ফেরদৌস। তিনি বৃহস্পতিবার (২২ জুলাই) কর্মজীবন শুরু করেন। পূর্বে ইউএনও মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মস্থল নাইক্ষ্যংছড়িতে যোগদান উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট তুলে দিয়েছেন বিভিন্ন সংগঠন। এসময় নবাগত ইউএনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে সকলকে এগিয়ে আসার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও সাদিয়া আফরিন কচি নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীন বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার হিসেবে বদলি হন।