সানজিদা আক্তার রুনা, নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে আটশত পনের(৮১৫) পিচ ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত ঘোনারপাড়াস্থ টিভি টাওয়ারের বিপরীতে ইয়াহিয়া রাবার গার্ডেনের প্রবেশমুখে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী হল রবি আলম (১৯), পিতা- আব্দুল খালেদ, মাতা- জাহেদা বেগম, সাং- ক্যাম্প- ১৮, ব্লক বি-২৮, হেড মাঝি- শফি উল্লাহ, সাইড মাঝি- ওসমান গনি, বালুখালী শরনার্থী ক্যাম্প, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার
পুলিশ সুত্র জানায়, রবিবার দুপুর আড়াইটায় নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.দেলোয়ার হোসেন নেতৃত্বে এসআই মো.আল আমিনসহ সঙ্গীয় ফোর্স ঘুমধুম ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের অন্তর্গত ঘোনারপাড়াস্থ টিভি টাওয়ারের বিপরীতে ইয়াহিয়া রাবার গার্ডেনের প্রবেশমুখে পাকা রাস্তার উপর অানুমানিক ২,৪৪,৫০০/- (দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৮১৫ (আটশত পনের) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, দেশীয় তৈরী চোলাই মদসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।