নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে বাইশারী থেকে দেশীয় তৈরী একনালা বন্দুক ও বন্দুক তৈরীর বিভিন্ন সরঞ্জামের ক্ষুদ্রাংশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় এসআই মুহাম্মদ গোলাম মোস্তফা, এসআই নুরুল ইসলাম, এসআই অরুন কুমার চাকমাসহ সঙ্গীয় ফোর্স নাইক্ষ্যংছড়ি’র ২নং বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুখালের পাশে পলাতক আসামী আবুবক্কর ছিদ্দিকের তত্বাবধানে থাকা রাবার বাগানের খামার বাড়ি থেকে একটি দেশীয় তৈরী একনালা বন্দুক, বন্দুকের ক্ষদ্রাংশসহ বন্দুক তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করাহয়।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইন ও ধারায় মামলা প্রক্রিয়াধীন বলে দৈনিক আজকের কক্সবাজার বার্তাকে নিশ্চিত করেছেন থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি এ প্রতিবেদককে আরো জানান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।