সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নববর্ষ-১৪২৯ কে উপজেলা প্রশাসন,কলেজ এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ আপামর জনসাধারণ আনন্দ ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরণ করেছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু করে পৃথক পৃথকভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন,নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ ও ক্ষুদ্র -নৃগোষ্ঠীদের সাথে নিয়ে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল ও আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন দৃশ্যপটের ছবি সংবলিত প্লেটে কার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান এ জেড সেলিম,দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো.ইমরানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,ছাত্র-ছাত্রীরা ও গণমাধ্যম কর্মী এবং কলেজের শোভাযাত্রায় নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম ও প্রভাষক হাসান আহমেদ সোবহানী। কলেজে শোভাযাত্রার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আবার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এর নেতৃত্বে রঙবেরঙের ব্যানার সংবলিত বিভিন্ন রঙের শাড়ি টি-শার্ট পরে ধুংরি হেডম্যান পাড়া তথা মার্মা পাড়া থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়,যা সদরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে শেষ হয়।