সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার ১৫ আগষ্ট ২০২১ইং সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা অাওয়ামীলীগ এবং বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফি উল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা ভাইস চেযারম্যান মংলাওয়ে মার্মা, শিক্ষা অফিসার ত্রিরত্ন,
উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মো:আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মো: ইমরান, সহ -সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: সিরাজুল হক,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলী হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন গরীব ও দুস্থ মানুষের মাঝে ঢেউ টিন এবং নগদ অর্থ প্রদান করেন।