সানজিদা আকতার রুনা,
নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের মৈত্রী সড়কে পৌনে তিন কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও আড়াই লাখ টাকার মূল্যের অটোরিক্সা (সিএনজি) উদ্ধারসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে ৯২ হাজার ৫শ’ পিস ইয়াবা ও একটি ব্যবহৃত অটোরিক্সা(সিএনজি) উদ্ধারসহ অভিযানে ২ মাদক পাচারকারীকে আটক করা হয়।
৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে তথ্যটি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
আটককৃতদের বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত আলামত আদালতে সোপর্দ করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তদন্তকেন্দ্রের (থানা) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আল্ আমিনসহ নায়েক নাজমুল হোসেন, সবুজ মিয়া, শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার রাত সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেতবুনিয় বাজার প্রবেশ মূখে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রি সড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯২ হাজার ৫শ পিস ইয়াবাসহ কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পুরাতন পিটিআই স্কুল প্রকাশ পেটি স্কুল এলাকার মৃত দুদু মিয়ার পুত্র মন্ঞ্জুর আলম(৩২) ও কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের কাশিয়ারবিল গ্রামের আলী আহাম্মদের পুত্র নূরুল আলম(২৯) কে ২ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার পিচ ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত ইয়াবা আনুমানিক বাজার মূল্য ২কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা এবং পুরাতন ব্যবহৃত অটোরিক্সা (সিএনজি) আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানান।