সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছেন ৩০টি ভূমি ও গৃহহীন পরিবার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ- প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহহীনরা ঈদ উপহার হিসেবে এসব ঘর পাবেন।
সোমবার (২৫এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস মুজিব বর্ষ উপলক্ষ্যে ঈদ উপহারের ঘর প্রদানের এ তথ্য এক প্রেস-ব্রিফিং এর মাধ্যমে জানান।
তিনি আরও জানান,আগামী ২৬এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ধাপে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ৩০টি ঘর সম্পন্ন হওয়া ঘরগুলো উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করবেন। এসময়ে সহকারী কমিশানার (ভূমি)জর্জ মিত্র চাকমা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,দৌছড়ি ইউপির চেয়ারম্যান মো.ইমরান,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি প্রদান ও গৃহ নির্মাণ (আশ্রয়ন-২) প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম ধাপে ১৩০টি,দ্বিতীয় পর্যায়ে ৪৯টি এবং তৃতীয় পর্যায়ে ৩০টিসহ মোট ২০৯পরিবার এই ঘরগুলো পেয়েছেন এবং পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় রাত পার হলেই ২৬এপ্রিল ২০২২ তারিখে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ২শতক জমিসহ ৩০টি গৃহ।