সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ – মায়ানমার মৈত্রী সড়ক হইতে বেতবুনিয়া বাজারে যাওয়ার প্রবেশ মুখে নুরুল আলমের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) আনুমানিক সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার তত্ত্বাবধানে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এক চৌকস টিম ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলাদেশ – মায়ানমার মৈত্রী সড়ক হইতে বেতবুনিয়া বাজারে যাওয়ার রাস্তার প্রবেশ মুখে নুরুল আলমের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর একটি সাদা রংয়ের প্রাইভেট কার, যার রেজি নং- চট্ট- মেট্টো- গ- ১২-৪৭৬১ গাড়ি থেকে ৮৯ হাজার ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ২ কোটি ৬৮ লক্ষ হাজার টাকা উদ্ধারসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলো কক্সবাজার সদরের ইসলামপুরের ছৈয়দ আহমদের ছেলে আব্দুর রহিম (৫৭)।
পুলিশ জানান, শুক্রবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশ টিমের মাধ্যমে বিরাট অঙ্কের এই ইয়াবাসহ এক পেশাদার মাদককারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।