সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের কুরিক্ষ্যং ৩নং ও ২নং ওয়ার্ড ম্রো পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
গত রবিবার (২৬জুন) নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম কুরিক্ষ্যং ম্রো পাড়ায় এই ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। জানা যায়,ডায়রিয়া আক্রান্ত ৩জনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয় বলে জানা যায়। ডায়রিয়া আক্রান্তরা হল ৩নং ওয়ার্ডের সাংওয়াং পাড়ার তুময়েন ম্রো(১৫),তুমরু ম্রো(৪) ও ২নং ওয়ার্ডের মেনরুন পাড়ার লাইপু ম্রো(৩২)। রোগীদের সাথে এবং আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে জানা যায়,তারা গত পাঁচ দিন ধরে ডায়রিয়া আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা আবু জাফর সেলিম জানান,হাসপাতালে আসা ডায়রিয়া আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করিয়ে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি আরও বলেন, চিকিৎসাধীন রোগীরা সুস্থ আছেন।
আবার দেখা যায়,এই অসুস্থতার খবর শুনে দ্রুত হাসপাতালে তাদের খোঁজ-খবর নিতে যান বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক এবং দোছড়ির চেয়ারম্যান মোহাম্মদ ইমরান। এ সময় উভয়ই তাদেরকে ভালভাবে পর্যবেক্ষণ ও দেখাশোনা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলে যান এবং আর্থিক সহযোগিতা করেন।