সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪জন নারী পুরুষ।
শনিবার রাতে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি
করা হয়।
এদিকে ৫সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে ডায়রিয়া আক্রান্ত এলাকায়।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আমঝিরি পাড়াটি দূর্গম সীমানা এলাকায়। গত কয়েকদিন ধরে ওই গ্রামের প্রতিটি ঘরে বমি, পেট ব্যাথাসহ ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ে। পরে আশঙ্কাজনক ১৪জনকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।
এই বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তপন বড়ুয়া জানান, হাসপাতালের আসার সময় কয়েকজন মুমূর্ষু ছিল। পরবর্তী চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠেছে। প্রত্যেকে বমি, পেট ব্যাথা ও ডায়রিয়া আক্রান্ত।
স্বাস্থ্য ও প:প কর্মকর্তা জানান, দোছড়ির আমঝিরি গ্রামে আক্রান্তসহ অন্যরা হাসপাতালে রোগী নিয়ে চলে এসেছে। পরিস্থিতি সামাল দিতে একজন ডাক্তারসহ ৫সদস্যের মেডিকেল টিম ওই গ্রামে পাঠানো হয়েছে।
জানা যায় নাইক্ষ্যংছড়ির কুরিক্ষ্যং এলাকায় ম্রোপাড়ায় ডায়রিয়া প্রকৌপে কাইংপ্রু ম্রো (৪৭) নামে বৃহস্পতিবার এক নারীর মৃত্যুও হয়েছে।
উপজেলা হাসপাতালে রুইঅং ম্রো(১০), চংওয়াই (৫০), মংহ্লা ম্রো (৫), রুইয়াং (৯), কাইপু (৪৭), রংরাউ (৪৮), চেওয়াই (৪৬), চংলিউ (৩০), লিপ্রাইং (৯), রেংজু (১১), মিনাউ (৭), তুমপ্রেই ম্রো (৩০) ও চিংনাউ (২৭) চিকিৎসাধীন রয়েছে।