সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
মান্না দের গানের সুরে বলি
মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না।
গত দুবছর আগে নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক( কৃষি) হিসেবে যোগদান করেন মোঃ শহিদুল ইসলাম, যিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গার ৫নং ওয়ার্ডের করাইয়া ঘোনার বাসিন্দা । হঠাৎ তিনি ব্রেইন টিউমারে অাক্রান্ত হয়ে পড়েন। দেশের একটি হাসপাতালে অপারেশন করে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন।ধরা পড়ে ক্যান্সারের মত মরণব্যাধি রোগ। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা খরচ প্রায় ০৭লক্ষ ইন্ডিয়ান রূপি প্রয়োজন,কিন্তু তিনি দীর্ঘদিন চিকিৎসা করার কারণে এখন প্রায় নিঃস্ব। তাই তিনি সবার সহযোগিতা চান। আমরা জানি,বিন্দু বিন্দু বালুকণায় মহাদেশ গড়ে উঠে,ঠিক তেমনিভাবে অাপনাদের সকলের দোয়া ও অার্থিক সহযোগিতায় হয়ত একটি সন্তান তার বাবাকে ফিরে পেতে পারে এবং তিনি তার প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে অাসতে পারবেন।
মানবিক দিক বিবেচনা করে সকলকে অার্থিক সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষিকা নাসরিন আকতার।
এই আর্তমানবতায় আরও সংযুক্ত আছেন, সহকারী শিক্ষক মো:ওসমান,রাহমাত সালাম,ফখর উদ্দিন ও সাজ্জাদ সরওয়ার।
প্রধান শিক্ষিকা নাসরিন আকতার ও সহকারী শিক্ষক মো.ওসমানের যৌথ স্বাক্ষরে নাইক্ষ্যংছড়ি আইএফআইসি ব্যাংকের উপশাখায় একটি যৌথ একাউন্ট খোলা হয়েছে। Account নং হল-0190078205811 এবং
Routing No-120220252.আপনারা উক্ত ব্যাংকে সরাসরি অথবা যেকোন শাখায় সাহায্য করতে পারবেন। এছাড়াও বিকাশ অ্যাপসের মাধ্যমেও একাউন্টে টাকা পাঠাতেন পারবেন আপনাদের সাধ্যের মধ্যে।