সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকা ভারি বর্ষণের কারণে পর পর দুবার প্লাবিত ও পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ৪ আগস্ট ঘুমধুম ইউনিয়নের সার্বিক পরিস্হিতি পরিদর্শন ও প্রবল বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গন কবলিত রাস্তাঘাট, বসতবাড়ি ও ক্ষতিগ্রস্ত লোকজনের খোঁজ খবর নিতে ছুটে যান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সালমা ফেরদৌস। সাথে ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজ এবং ঘুমধুমের যুবলীগের সভাপতি মো.ছৈয়দুল বশরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,আগামী ৫ই আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) ঘুমধুম ইউনিয়নের বন্যা-কবলিত মানুষদের খোঁজ-খবর নিতে ও ত্রাণ বিতরণ করতে ঘুমধুম পরিদর্শনে আসছে,সেই আগমন উপলক্ষেও সার্বিক পরস্থিতি দেখতে ঘুমধুমে নবাগত ইউএনও সালমা ফেরদৌস।