সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি।
বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ির জোন সদরের বিজিবির মাঠে ‘গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ’ নামক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১১ বিজিবির জোন কমান্ডার লে: কর্নেল মো.নাহিদ হোসেন। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকে সীমান্ত পাহারা দেয়া,চোরাচালান বন্ধ,অবৈধ অনুপ্রবেশ বন্ধ,নারী পাচার রোধ, মাদক পাচার রোধসহ যেকোনো দেশ বিরোধী কার্যক্রম বন্ধ করতে তৎপর। এগুলোর পাশাপাশি নাইক্ষ্যংছড়ির দুর্গম এলাকায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিভিন্ন অর্থ সহায়তাসহ নানান জিনিসপত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি।
এসময় নাইক্ষ্যংছড়ির ১১বিজিবির বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক, অর্থ সহায়তাপ্রার্থী ও এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।