বাগেরহাটের মোল্লাহাটে নারকেল পাড়তে উঠে গাছের মাথায় মৃত্যু হয়েছে নিজার লস্কার (৫২) নামে এক ব্যক্তির। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার শাসন গ্রামে (দক্ষিণপাড়া) এ ঘটনা ঘটে। নিজার লস্কর শাসন গ্রামের মৃত লায়েক লস্করের ছেলে।
স্থানীয়রা জানান, জোহর নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে অনুমান ২টার দিকে নারকেল পাড়ার জন্য গাছে গাছে ওঠেন নিজার লস্কর। গাছ থেকে নিচে ফেলেন নারকেল। তবে দীর্ঘসময় পার হলেও তিনি বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে। এক পর্যায়ে ওই গাছের মাথায় তাকে নিস্তেজ হয়ে পড়ে আছেন। এর পর প্রতিবেশী এক ব্যক্তি গাছে উঠে নিশ্চিত হোন তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে লাশ গাছ থকে নামান।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশ নিচে নামানো হয়েছে। এতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।