সংবাদ বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রামের পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার চট্টগ্রাম জেলায় সেরা ওসি নির্বাচিত হয়েছেন। একই সাথে তিনি চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার ১০৮টি থানার মধ্যে দ্বিতীয় হয়েছেন।
এ উপলক্ষে রোববার (৬ জুন) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন পটিয়া থানার ওসিকে পুরস্কার প্রদান করে কাজের স্বীকৃতি দেন।
জানা গেছে, সেবা, শান্তি শৃঙ্কলাসহ নানা ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলার মধ্যে পটিয়া থানার ওসি সেরা নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন থানা এস আই, ওসি তদন্তসহ বিভিন্ন পদের মোট ১০জন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। এ উপলক্ষে রোববার (৬ জুন) চট্টগ্রাম রেঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার সত্যকা নিশ্চিত করে এ বিষয়ে বলেন, তিনি পটিয়ার বাসিন্দাদের কাছে থেকেই সেবা দিয়ে যাবেন।