সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমেদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পালংখালী ইউনিয়নসহ কক্সবাজারবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক ঈদ শুভেচ্ছায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কোরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি।
তিনি বলেন, এই ভয়ংকর দুঃসময়ে করোনার সময়ে যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সকলের যাতে সুস্থ থাকেন সেই দোয়া আমি করছি।