মোঃ মোরশেদ আলম চৌধুরী ,লামা:
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় বালুবাহি ট্রাকের নিচে চাপা পড়ে ননদ-ভাবি’সহ তিনজন নিহত হওয়ার পর এবার সড়কে কঠোর হওয়ার কথা ভাবছে পুলিশ। করোনা পরিস্থিতিতে লামা ও আলীকদম উপজেলায় বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ ও সরকার ঘোষিত লকডাউনের নিয়মনীতি প্রতিপালনে জন্য জরুরী আলোচনা সভার আয়োজন করে লামা থানা। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) অফিস কক্ষে সোমবার (১২ জুলাই) রাত ৭টায় এই সভা অনুষ্ঠিত হয়েছে। বাস,জীপ, পিকআপ মাহেন্দ্র টমটম অটোরিক্সা ও মোটরসাইকেল মালিকদের ডেকে এই নিয়ে কড়া হুশিয়ারি দেয়া হয়েছে। ট্রাফিক পুলিশের কোন অপরাধ নিয়ে কেউ কোন তথ্য দিতে চায় না, কেউ পুলিশকে কোন চাঁদা দিবেনা কেউ চাঁদা চাইলে আমাদের জানাবেন, দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানান লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: রিজওয়ানুল ইসলাম।
এ সময় লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, লামা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন ও ট্রাফিক পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন,বান্দরবান পুলিশ সুপারের পক্ষ থেকে যানবাহন চলাচলে প্রদানকৃত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা সমূহ-ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চলবে।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাবে না।
১৮ বছরের নিচে কেউ গাড়ি চালাতে পারবে না।
বড় গাড়ি গুলো সকল কাগজপত্র হালনাগাদ সহ ট্রাফিক আইন মেনে চলবে। জনপরিবহন গুলো যাত্রী পরিবহনের ক্ষেত্রে সরকার ঘোষিত নিয়ম মেনে চলবে। লামা পৌরসভার লাইনঝিরি পয়েন্টে ট্রাফিক পুলিশ চেকপোস্ট স্থাপন করা হবে। পরিবহনের ট্রাফিক আইন মানতে বাধ্য করা,মাদক পাচার রোধে তল্লাশী চালু, ট্রাফিক আইন ও মাদক তল্লাশী ব্যতিত অন্য কোন বিষয়ে ট্রাফিক পুলিশ হস্তক্ষেপ করবে না।
লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: রিজওয়ানুল ইসলাম আরো জানান, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণে ১৩ জুলাই থেকে পুলিশ কঠোর ভাবে দায়িত্বপালন করবে। এছাড়া লামা পৌরসভার লাইনঝিরি তিন রাস্তা মোড় এখন থেকে পুলিশের নিজস্ব চেকপোস্ট থাকবে।বাস,জীপ, পিকআপ মাহেন্দ্র টমটম অটোরিক্সা ও মোটরসাইকেল মালিকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন