সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন একজন রাবার বাগানের টেপার শ্রমিক। রাবার বাগানে যাওয়ার সময় গতিরোধ করে টেপার শ্রমিককে অপহরণ করা হয়।
গত সোমবার রাত ৭টায় এ ঘটনা ঘটে। অপহৃত টেপার শ্রমিক উপজেলা বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ বাইশারী এলাকার মৃত হাশেমের ছেলে মো: হারুন ওরফে ইমরান (১৮)। ২১জুন মঙ্গলবার সন্ধায় অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী তদন্ত পুলিশ কেন্দ্রের ইনচার্জ আবুল হাশেম। তিনি জানান, গত সোমবার রাতে অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে হারুনকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। তবে রাত থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে তাঁর সন্ধান এখনও মেলেনি।
তিনি আরও জানান, হারুনের পরিবার থেকে জানিয়েছেন,অপহৃত হারুনের মোবাইল থেকে বড় ভাই মিজানের মোবাইলে ৩লাখ টাকার মুক্তিপণ দাবীর কথা জানিয়েছে। মুক্তি না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ।
জানাযায়, বাইশারীর লম্বাবিল এলাকার বাসিন্দা আব্দু শুক্কুরের মালিকানাধীন রাবার বাগানের নিয়মিত টেপার শ্রমিক মো: হারুন। আব্দু শুক্কুরের রাবার বাগানটি ছিল থ্রি-ষ্টার রাবার বাগানের পাশে।রাতে কর্মস্থল রাবার বাগানে যাওয়ার পথে তারা বনিয়া ঝিরি এলাকায় পৌঁছলে তাঁর হাঁটার গতিরোধ করে তাকে অপহরণ করে।
আর এদিকে,ওই অপহরণ ঘটনার পর পুরো বাইশারী ইউনিয়নে রাবার বাগান এবং দুর্গম এলাকায় বসবাসরত পরিবারাগুলোর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের হাতে শতাধিক রাবার শ্রমিক, কর্মকর্তা, চাকুরীজীবী এবং কৃষক অপহৃত হন। তারা পরবর্তীতে মুক্তিপণ দিয়েই ছাড়া পান পৃথক স্থান থেকে। অপহৃত মো: হারুন ওরফে ইমরানের বড় ভাই মিজান এই প্রতিবেদককে জানান, বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগানে চাকরি করেন। প্রায়ই তিনি সেখানে রাত যাপন করেন। সোমবার রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ইমরানকে রাবার বাগান সংলগ্ন তারাবনিয়া ঝিরি থেকে অপহরণ করে গহীন বনের দিকে নিয়ে যায়। এরপর মো: হারুনের মুঠোফোনে অপহরণকারীরা ৩লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁর ভাইকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে অপহরণকারীরা।