বিআরটিসি বাসে করে খুলনায় পাচারকালে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। যদিও কচ্ছপগুলোর সঙ্গে পাচারকারী চক্রের কাউকে পাওয়া যায়নি। এদিকে, শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপাতলীতে অভিযান চালিয়ে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক কাশিপুর বন বিভাগের ছয় একর জমির ওপর একটি পুকুর রয়েছেন সেখানে অবমুক্ত করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কচ্ছপগেুলো শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অবমুক্ত করা হয়। এ সময়ে বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।