“টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ সাবরাং ডেইল পাড়ার হাসেম র্যাবের হাতে আটক” এই শিরোনামে একটি নিউজ গত ৩ জুন টেকনাফ প্রতিনিধি চট্টগ্রাম২৪ এর মেসেন্জার গ্রুপে ছবিসহ পাঠালে চট্টগ্রাম২৪ এর ওয়েবসাইটে নিউজটি ৪ জুন পাবলিশ করা হয়।
উক্ত প্রকাশিত নিউজে ভুলবশত টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে মোহাম্মদ হাসেমের ছবির জায়গায় উখিয়া ঘিলাতলীর মৃত মো: আলীর ছেলে ওসমান গণি প্রকাশ ভুলুর ছবিটি পাবলিশ হয়ে যায়। প্রকৃত পক্ষে, ওসমান গণি ভুলো এই নিউজের সাথে সম্পৃক্ত কোন আসামী না এবং সে উপরোক্ত শিরোনামের ইয়াবার নিউজের সাথে জড়িত না।
একদিন পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে পড়ে। নজরে আসলে নিউজটি ওয়েবসাইট থেকে মুছে দিয়ে এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে চট্টগ্রাম২৪ এর অফিসিয়াল পেইজে একটি পেস্টুন প্রকাশ করা হয় যেন পাঠকরা বিভ্রত না হয়।
এই বিষয়টির জন্য চট্টগ্রাম২৪ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
বিবৃতীকারী,
সম্পাদক, চট্টগ্রাম২৪।