নিজস্ব প্রতিবেদক:
ভালো কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন সিলেট জেলা গোয়েন্দা শাখার (উত্তর জোন) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন।
রোববার (৮ আগস্ট) সকালে সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় জুলাই মাসে ভালো কাজের জন্য এসআই আবুল হোসেনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. আবুল হোসেন জানান, এই অর্জনের পিছনে উর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকিসহ আমার টিমের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। যেকোন ভালো কাজের পুরস্কার পেলে কাজে আরও উৎসাহ বাড়ে। বিশেষ পুরস্কারে মনোনীত করার জন্য সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ উর্ধ্বতন সকল অফিসার মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (উত্তর জোন), সিলেট স্যারকে। সকল সহকর্মীসহ সহযোগিতাকারী সকল বিশ্বস্থ বন্ধুদেরকে উৎসর্গ করলাম।